Skip to main content

Feature Post

Wapka Site Make Part 2 [Theme Modified]

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন।  তো আমরা গতকাল Header এর কাজ করেছে।  তো আজকে আমরা Footer এর কাজ করবো এবং তার সাথে আমরা wapka Login Page এবং SignUp Page এর কাজ করব।  Wapka কিছু ইনফরমেশনঃ স্বাভাবিক ভাবে আমরা যেই Wapka Browser করে থাকি সেটি Wapka Update Version. কিন্তু এখনো Mobile Version আছে নিচে দুটি কোড দেওয়া লিংক দিয়ে দিচ্ছি।  https://wapka.org/ https://m.wapka.org/ [বিঃদ্রঃ এটি আমি ব্যবহার করে কাজ করছি] Wapka Footer User Code প্রথমে Wapka সাইটে আপনার একাউন্ট লগিন করুন। এবার আপনার তৈরি করা সাইটে যান। এবার Pages এ ক্লীক করুন।  এবার Footer নামে Page এর Manager এ ক্লীক করুন। এবার Codes এ ক্লীক করুন।  এবং সবগুলো Codes মার্ক করে কেটে দিন। এরপর আবার Footer Page এ থেকে। এবার একদম নিচে দেখুন Tag Codes আছে ওটাতে ক্লীক করুন। এবার নিচের কোড টি দিয়ে দিন। <div id="footer"> <div class="footer-atas"> <b><a href="/" id="bottom" style="color:#d8043c">Home</a> » <a href="/logout">

পেশা কি। পেশা বলতে কি বুঝায়। পেশা উন্নয়ন কি। পেশা উন্নয়নের উদ্দেশ্য সমূহ।

 


📌Table of content


পেশা কাকে বলে / পেশার সংজ্ঞা / পেশা কি / পেশার  বিশিষ্ট লেখকের মতামত।

পেশা চাকরি জীবনের অনুক্রমিক । পেশা বা Career এর বিভিন্ন রকম অর্থ রয়েছে এগিয়ে যাওয়া , Advancement , জীবিকা Profession , অধিকতর দায়িত্ব প্রাপ্তি Having more resposibility অধিকতর পদমর্যাদা সম্মান ও ক্ষমতা অর্জন Acquiring more status prestige and power , প্রভৃতি ।


কোন ব্যক্তির সারাজীবনের কার্যাবলি ও কার্য সম্পর্কিত অভিজ্ঞতা ও পদের অনুক্রমিক উপলব্ধি ও পরিবর্তনকে পেশা বলে । আমরা অবশ্যই পেশা বলতে একজন ব্যক্তির কর্ম জীবনের পর্যায়ক্রমিকভাবে অধিষ্ঠিত পদগুলো বোঝায় ।


D Werther & keeth Davis , এর মতে

কোন ব্যক্তি কর্মজীবনব্যাপী যে সব পদ অধিষ্ঠিত হয় যে সব নিয়ে তার Carer গঠিত । 


R.W Griffin , এর মতে 

সমস্ত জীবনকে ঘিরে কোন ব্যক্তির কার্য সম্পর্কিত অভিজ্ঞতা আচরণ এবং মনোভাব প্রতিষ্ঠিতা করাকে ক্যারিয়ার বা পেশা বলে । 

Decenzo and Robbins এর মতে

ক্যারিয়ার হচ্ছে কার্যসম্পর্কিত অভিজ্ঞতার কাঠামো , যা কোন ব্যক্তির জীবনের ভিন্ন পর্যায় বিস্তৃত ।

ক্যারিয়ার বা পেশা হচ্ছে কোন ব্যক্তির জীবনব্যাপী কর্মধারা যা ব্যক্তির জীবনে প্রতিষ্ঠাাা দেয় সুযোগ সুবিধা দেয় আর্থিক অনআর্থিক ক্ষমতা ও কর্তৃক দেয় ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করে জীবনের অগ্রগতি অর্জন করে । জীবনকে সুখময় করে তোলে ।


পেশা উন্নয়ন কি / পেশা উন্নয়ন কাকে বলে / পেশা উন্নয়ন বলতে কি বুঝায় / পেশা উন্নয়নের সংজ্ঞা / পেশার উন্নয়নের বিশিষ্ট লেখকের মতামত

পেশা পরিকল্পনা ও উন্নয়ন এমন প্রক্রিয়া যার যেমন একটি মাধ্যমে ব্যক্তি তার প্রত্যাশিত লক্ষ্যার্জন কল্পে পেশা লক্ষ্য ও কর্ম পন্থা নির্ধারণ করে । এক্ষেত্রে একটি বিষয় বলার প্রয়োজন হলো প্রতিটি ব্যক্তি যেমন নিজেকে আত্মোন্নয়নের চেষ্টায় নিয়োজিত তেমনি প্রতিষ্ঠান ও চায় তার মানব সম্পদকে ভবিষ্যতে চাহিদা পূরণ করতে উপযুক্ত করে গড়ে তুলতে । সেই জন্য পেশা উন্নয়নে ব্যক্তিক লক্ষ্য মূল্য হলেও প্রতিষ্ঠানের ও লক্ষ্য রয়েছে । তাই যে কোনো প্রতিষ্ঠানের উচিত পেশার উন্নয়নে মানব সম্পদ ব্যবস্থাপনার অনুপ্রাণিত করা । 

Gary Dessler এর মতে , পেশা পরিকল্পনা ও উন্নয়ন হলো একটি সুচিন্তিত প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি পেশা সমন্বিত বিষয়গুলো ও চাকরির জীবনের প্রতিটি পর্যায়ে সম্বন্ধে সচেতন হতে পারে যা তার পেশা লাভের অবদান রাখে । 

Werther & keith Davis এর মতে , কোন ব্যক্তির ব্যক্তিগত ক্যারিয়ার পরিকল্পনা অর্জনের উদ্দেশ্যে গ্রহীত ব্যক্তিগত উন্নতি বা কার্যাদি দ্বারা ক্যারিয়ার উন্নয়ন সংঘটিত হয় । 

 পেশা উন্নয়ন হচ্ছে ব্যক্তি ও প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের উভয়ের দায়িত্ব কর্তব্য রয়েছে । মোট কথা পেশা উন্নয়ন হলো সংস্থা কর্তৃক কর্মীদের জন্য প্রদয় আনুষ্ঠিক , ও কাঠমাগত কর্ম পদ্ধতি যাতে কর্মীদের জ্ঞান সচেতনতা ও সামর্থ্য বৃদ্ধি পায় যা পেশার উৎকর্ষ সাধনে সঠিক নির্দেশনা প্রদান করে ।


পেশা উন্নয়নের উদ্দেশ্যগুলো সমূহ

পেশার উন্নয়ন হচ্ছে দক্ষতার উন্নয়ন ঘটানো , নিজেকে অধিকতর যোগ্য করে কাজের ক্ষেত্রে উপস্থাপন । পেশা উন্নয়ন মানুষের সারা জীবনের একটি চলমান প্রক্রিয়া । এর উদ্দেশ্যকে দুটি দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় ।

প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য : 

১. কর্মীদের কর্মদক্ষতা ও সামর্থ্য বৃদ্ধি : পেশা উন্নয়নের প্রধান উদ্দেশ্য কর্মরত কর্মীদের কর্মদক্ষতা ও সামর্থ্য বৃদ্ধি করা । প্রতিষ্ঠান সব সময় নানামুখী প্রেষণা কর্মের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য উজ্জীবিত করে । দক্ষতা বৃদ্ধির সুফল প্রতিষ্ঠান ও উভয় ভোগ করে ।

২. পর্যাপ্ত মানবসম্পদ সরবরাহ : প্রতিষ্ঠান যদি আজকে কর্মীদের পেশা উন্নয়নের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারে তাহলে ভবিষ্যতের কাঙ্ক্ষিত মানবসম্পদ প্রাপ্তিতে কোন সমস্যা থাকার কথা নয় । 

৩. শ্রম ঘূর্ণয়মানতা হ্রাস : বার বার শ্রমিক পরিবর্তন শ্রমিকদের কাজ ছেড়ে অনত্র চলে যাওয়াতে , উৎপাদনের উপর নেতিবাচক প্রভাব পড়ে । প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মীদের পেশা উন্নয়নের সুবিধা দিলে কাজের প্রতি তাদের আগ্রহ বাড়ে । 

৪. বৈচিত্র্য সংবেদনশীলতা : বিশ্বায়নের এই সময় একটি প্রতিষ্ঠানে নানান বৈচিত্র্যের সংস্কৃতি অভিজ্ঞতাসম্পন্ন কর্মী কাজে নিযুক্ত থাকে । কর্মীদের পেশা উন্নয়নের মাধ্যমে এরকম বিভিন্ন বৈচিত্র্য কর্মীদেরকে এক অভিন্ন সংস্কৃতির পরিমণ্ডলে আনা সম্ভব । আর কর্মীদের পেশা উন্নয়নের মাধমে ইতিবাচক সংবেদনশীলতা প্রদান করে । 

৫. প্রক্রিয়া ও ক্রমানুসারণ : শুধু পরিকল্পনা থাকলেই চলবে না পরিকল্পনা বাস্তবায়ন করার প্রয়োজন রয়েছে । পরিকল্পনা বাস্তবায়ন করতে দরকার তত্ত্বাবধান ও যোগাযোগ প্রক্রিয়া । ব্যবস্থাপক এবং কর্মী সবাইকেই একটি প্রতিবেদন সময় স্থির করতে হয় । যাতে উদ্দেশ্য অর্জন সার্বিকভাবে করা যায় ।

ব্যক্তিগত উদ্দেশ্য :

১. চাকরির নিরাপত্তা : দল উপযুক্ত এবং আত্মবিশ্বাসী কোন ব্যক্তি তার চাকরির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকে না । পেশা উন্নয়নের মাধ্যমে কর্মী চাকরির ক্ষেত্রে নিজেকে অনেক বেশি নিরাপদ মনে করে । 

২. আত্মসচেতন : পেশা উন্নয়নে ব্যক্তিগত উদ্দেশ্যের মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো কর্মীর আত্মসচেতন বোধ , তৈরি করা , কর্মীর দক্ষতাকে কার্যকরভাবে প্রয়োগ করার জন্য তাদের দুর্বলতা ও শক্তি সামর্থ্যের দিকটি চিহ্নিত করতে হবে । বাস্তবতা এবং কাঙ্ক্ষিত পেশা উন্নয়নের সীমাবদ্ধতার মধ্যে যে পার্থক্য রয়েছে তা বোঝার জন্য কর্মীর আত্মসচেতন প্রয়োজন ।

৩. স্থিতিস্থাপকতা : বর্তমান সময়ে পরিবর্তনশীল বিশ্বে কাজ করছে এবং প্রতিনিয়ত তাদের মানিয়ে নিতে হচ্ছে । এ অবস্থায় কর্মীরা নিজেদেরকে খাপ খাওয়াতে না পারলে প্রতিষ্ঠানের উৎপাদন হ্রাস পাবে এবং দক্ষতা না থাকলে টিকে থাকতে পারবে না । এ অবস্থায় পেশা উন্নয়নের গুরুত্ব অপরিসীম । 

৪. শিক্ষা : পেশা উন্নয়নের আর একটি উদ্দেশ্য হলো শিক্ষা । এ জাতীয় কর্মসূচি কর্মরত ও ভবিষ্যৎ কর্মীদেরকে তাদের চাকরির নানা রকম সুযোগ সুবিধা ও দক্ষ উন্নয়নের কর্মসূচি জানতে সহায়তা করে 

৫. ক্ষমতায়ন : পেশা উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানে নিজের দক্ষতা বৃদ্ধি করা যায় । উপযুক্ত কর্মী প্রতিষ্ঠানের সম্পদ প্রতিষ্ঠান তাদেরকেই মূল্যায়ন করবে যাদের দিয়ে প্রতিষ্ঠানের উৎপাদন ও সুনাম বৃদ্ধি পায় এবং জটিল পরিস্থিতিতে প্রতিষ্ঠানকে সহয়তাদান করতে পারে ।


 


Comments

Popular posts from this blog

দ্বন্দ্ব নিরসন। দ্বন্দ্ব নিরসনের উপায়সমূহ।

দ্বন্দ্ব নিরসনের উপায়সমূহ  শিল্প,  প্রতিষ্ঠানে শ্রম, ব্যবস্থাপনার মধ্যে যেমন- দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে তেমনি এর প্রতিকারেরও ব্যবস্থা রয়েছে । সাধারণত দ্বন্দ্ব নিরসনের যেসব ব্যবস্থা বা পদ্ধতি ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আলোচনা করা হলো : ১. এড়িয়ে যাওয়া :  দ্বন্দ্ব থেকে সংশিষ্টতা প্রত্যাহার করে নেয়াকে এড়িয়ে যাওয়া বা পরিহারকরণ বলে । এক্ষেত্রে বিরোধের সকল পক্ষই দ্বন্দ্ব থেকে নিজেদের সরিয়ে নেয় । ছোটখাটো ও কম জটিলতাপূর্ণ দ্বন্দ্ব থেকে প্রতিষ্ঠানেও নিজেদের মধ্যে উত্তম সম্পর্ক বজায় রাখার স্বার্থে অভিযোগকারীরা নিজেদের গুটিয়ে নেয় বা ঘৃন্য এড়িয়ে চলে । Time is a great healer নীতির আওতায় মীমাংসাকারী যখন ঘন্বকে এড়িয়ে চলে বা মীমাংসার জন্য দীর্ঘ সময় কাটিয়ে দেয় তখন জমে আপনা - আপনিই দ্বন্দ্ব স্তিমিত হয়ে আসে এবং এর নিরসন হয় ।  ২. অভিন্ন লক্ষ্য : এ পদ্ধতি অনুযায়ী দ্বন্দ্বপূর্ণ যেসব বিষয় সম্পর্কে সংশিষ্ট সকল পক্ষ ঐকমত্য পোষণ করে সেসব বিষয়ের উপর অধিক গুরুত্ব দেয়া হয় । অর্থাৎ সংশিষ্ট সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য অভিন্ন লক্ষ্য নির্ধারণ ও সে লক্ষ্য অর্জনের জন্য সম্মিলিত প্রচেষ্টা চালানো

র্কায বিশ্লেষন। বিশ্লেষণের গুরুত্ব। কার্য বিশ্লেষণের প্রয়োজনীয়তা।

  Table of content র্কায বিশ্লেষন। র্কায বিশ্লেষন কি। র্কায বিশ্লেষন কাকে বলে। র্কায বিশ্লেষন বলতে কি বুঝায়। বিশ্লেষণের গুরুত্ব। কার্য বিশ্লেষণের প্রয়োজনীয়তা কার্য বিশ্লেষন/ কার্য বিশ্লেষন কি/  কার্য বিশ্লেষন কাকে বলে/  কার্য বিশ্লেষন বলতে কি বুঝায়। ধারাবাহিক পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে পদ বা কার্যের মৌলিক উপাদনসমূহ নির্ধারণের প্রক্রিয়াকে কার্য বিশ্লেষণ বলে । কার্য নির্দিষ্টকরণ হলো কার্য বিশ্লেষণের আরেকটি আরেকটি ফলাফল । কোন কাজ যথাযথভাবে সম্পাদন করতে হলে দরকার যথাযথ মানব সম্পদের । একটি কাজ সম্পাদন করার জন্য নিযুক্ত কর্মীর বা মানব সম্পদের কি ধরনের যোগ্যতা , অভিজ্ঞতা , শিক্ষা , দক্ষতা , প্রশিক্ষণ থাকা উচিত তার একটি বিস্তারিত তালিকাকেই কার্য নির্দিষ্টকরণ বলে । একটি সংগঠনে সঠিক মানব সম্পদ নিয়োগের জন্য কার্য নির্দিষ্টকরণ বিশেষ প্রয়োজন । কার্য নির্দিষ্ট করা হলে কর্মী নিয়োগ সহজতর হয় এবং মানব সম্পদ ব্যবস্থাপক এই কার্য নির্দিষ্টকরণ অনুসারে উপযুক্ত কর্মী সচেষ্ট হন । নিচে কার্য নির্দিষ্টকরণের কয়েকটি সংজ্ঞা ও ধারণা তুলে ধরা হলো : Table of Content  Centro এর মত Edwin B. Flippo এর মত Decen

Wapka Site Make Part 2 [Theme Modified]

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন।  তো আমরা গতকাল Header এর কাজ করেছে।  তো আজকে আমরা Footer এর কাজ করবো এবং তার সাথে আমরা wapka Login Page এবং SignUp Page এর কাজ করব।  Wapka কিছু ইনফরমেশনঃ স্বাভাবিক ভাবে আমরা যেই Wapka Browser করে থাকি সেটি Wapka Update Version. কিন্তু এখনো Mobile Version আছে নিচে দুটি কোড দেওয়া লিংক দিয়ে দিচ্ছি।  https://wapka.org/ https://m.wapka.org/ [বিঃদ্রঃ এটি আমি ব্যবহার করে কাজ করছি] Wapka Footer User Code প্রথমে Wapka সাইটে আপনার একাউন্ট লগিন করুন। এবার আপনার তৈরি করা সাইটে যান। এবার Pages এ ক্লীক করুন।  এবার Footer নামে Page এর Manager এ ক্লীক করুন। এবার Codes এ ক্লীক করুন।  এবং সবগুলো Codes মার্ক করে কেটে দিন। এরপর আবার Footer Page এ থেকে। এবার একদম নিচে দেখুন Tag Codes আছে ওটাতে ক্লীক করুন। এবার নিচের কোড টি দিয়ে দিন। <div id="footer"> <div class="footer-atas"> <b><a href="/" id="bottom" style="color:#d8043c">Home</a> » <a href="/logout">