আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা গতকাল Header এর কাজ করেছে। তো আজকে আমরা Footer এর কাজ করবো এবং তার সাথে আমরা wapka Login Page এবং SignUp Page এর কাজ করব। Wapka কিছু ইনফরমেশনঃ স্বাভাবিক ভাবে আমরা যেই Wapka Browser করে থাকি সেটি Wapka Update Version. কিন্তু এখনো Mobile Version আছে নিচে দুটি কোড দেওয়া লিংক দিয়ে দিচ্ছি। https://wapka.org/ https://m.wapka.org/ [বিঃদ্রঃ এটি আমি ব্যবহার করে কাজ করছি] Wapka Footer User Code প্রথমে Wapka সাইটে আপনার একাউন্ট লগিন করুন। এবার আপনার তৈরি করা সাইটে যান। এবার Pages এ ক্লীক করুন। এবার Footer নামে Page এর Manager এ ক্লীক করুন। এবার Codes এ ক্লীক করুন। এবং সবগুলো Codes মার্ক করে কেটে দিন। এরপর আবার Footer Page এ থেকে। এবার একদম নিচে দেখুন Tag Codes আছে ওটাতে ক্লীক করুন। এবার নিচের কোড টি দিয়ে দিন। <div id="footer"> <div class="footer-atas"> <b><a href="/" id="bottom" style="color:#d8043c">Home</a> » <a href="/logout">
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা গতকাল Header এর কাজ করেছে। তো আজকে আমরা Footer এর কাজ করবো এবং তার সাথে আমরা wapka Login Page এবং SignUp Page এর কাজ করব।
Wapka কিছু ইনফরমেশনঃ
স্বাভাবিক ভাবে আমরা যেই Wapka Browser করে থাকি সেটি Wapka Update Version. কিন্তু এখনো Mobile Version আছে নিচে দুটি কোড দেওয়া লিংক দিয়ে দিচ্ছি।
- https://wapka.org/
- https://m.wapka.org/ [বিঃদ্রঃ এটি আমি ব্যবহার করে কাজ করছি]
Wapka Footer User Code
- প্রথমে Wapka সাইটে আপনার একাউন্ট লগিন করুন।
- এবার আপনার তৈরি করা সাইটে যান।
- এবার Pages এ ক্লীক করুন।
- এবার Footer নামে Page এর Manager এ ক্লীক করুন।
- এবার Codes এ ক্লীক করুন।
- এবং সবগুলো Codes মার্ক করে কেটে দিন।
- এরপর আবার Footer Page এ থেকে।
- এবার একদম নিচে দেখুন Tag Codes আছে ওটাতে ক্লীক করুন।
- এবার নিচের কোড টি দিয়ে দিন।
<div id="footer"><div class="footer-atas"><b><a href="/" id="bottom" style="color:#d8043c">Home</a> » <a href="/logout">Logout<font color="red">(#%VAR(USER_NAME)%#)</font></a> »<a href="#top" style="color:#d8043c">Go To Top</a></b></div></div><div class="footer-bawah">Powered by <a href="https://wapka.org" target="_blank" rel="nofollow">WAPKA.ORG</a><br/></div><div class="footer-atas">#%VAR(HOST)%#</div></div></div>
- এবার কোড এর Item will be visible for দিবেন
- Admin & user
- তারপর Submit.
Wapka Footer Visitor Code
- Footer নামে Page এর Manager এ থাকুন।
- এবার একদম নিচে দেখুন Tag Codes আছে ওটাতে আবার ক্লীক করুন।
- এবার নিচের কোড টি দিয়ে দিন।
<div id="footer"><div class="footer-atas"><b><a href="/" id="bottom" style="color:#d8043c">Home</a> »» <a href="#top" style="color:#d8043c">Go To Top</a></b></div></div><div class="footer-bawah">Powered by <a href="https://wapka.org" target="_blank" rel="nofollow">WAPKA.ORG</a><br/></div><div class="footer-atas">#%VAR(HOST)%#</div></div></div>
- এবার কোড এর Item will be visible for দিবেন
- Admin & Visitor
- তারপর Submit.
এবার আমরা কাজ করব Login Page এবং Signup Page এ। আমরা বিগত কাল এই দুটি Page তৈরি করেছি। তো চলুন শুরু করি।
Wapka Login page Code
- এবার Pages এ ক্লীক করুন।
- এবার Login নামে Page এর Manager এ ক্লীক করুন।
- এবার একদম নিচে দেখুন User Login আছে ওটাতে ক্লীক করুন।
- এবার নিচের কোড টি ২ভাগে বসিয়ে দিন।
১ম ভাগ হলো Enter Config
<USERNAME>#%POST(username)%#</USERNAME><PASSWORD>#%POST(password)%#</PASSWORD>
২য় ভাগ হলো Enter Codes
<b>Username Here:<b/><br/><input class="w3-input" id="login-nick" placeholder="Enter user name" type="text" name="username" value="" maxlength="50"/><br/><b>Password:</b><br/><input class="w3-input" id="login-password" placeholder="Enter password" type="password" name="password" maxlength="32" /><br /><button type="submit" class="button">Log in</button>
এবার Item will be visible for কে শুধু Visitor করে দিন এবং Submit বাটনে ক্লীক করুন। আমাদের Login Page এর কাজ শেষ।
Wapka SignUp Page Code
- এবার Pages এ ক্লীক করুন।
- এবার Signup নামে Page এর Manager এ ক্লীক করুন।
- এবার একদম নিচে দেখুন User Registration আছে ওটাতে ক্লীক করুন।
- এবার নিচের কোড টি ২ভাগে বসিয়ে দিন।
১ম ভাগ হলো Enter Config
<USERNAME>#%POST(username)%#</USERNAME><PASSWORD>#%POST(password)%#</PASSWORD>
২য় ভাগ হলো Enter Codes
<div class="error"><font color="red">%notify%</font></div><br/> User Name:<br/> <input type="text" name="username" required/><br/> Password<br/> <input type="password" name="password" required/> <br/>Re Password<br/> <input type="password" name="password2" required/> <br><input type="submit" value=" REGISTER NOW"/>
এবার Item will be visible for কে শুধু Visitor করে দিন এবং Submit বাটনে ক্লীক করুন। আমাদের SignUp Page এর কাজ শেষ।
আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি সবাই বুঝেছেন। তারপর ও আপনার দের সুবিধার জন্য নিচে Demo Site নাম দিয়ে দিবো।আশা করি কারো সমস্যা হবে না। ভালো থাকবেন।
Comments
Post a Comment